১৮ বছর বয়সে মহাকাশ ভ্রমণে যাচ্ছেন তিনি

১৭ জুলাই, ২০২১ ০৪:০৯  
ব্লু অরিজিনের নিলাম জেতা ব্যক্তি কোম্পানি প্রথম বাণিজ্যিক স্পেসফ্লাইটে যেতে না পারলেও, ইতিহাস তৈরি করেছেন। জেফ বেজোসের কোম্পানিটি জানিয়েছে নিউ শেপার্ড রকেটের প্রথম টিকিট ক্রেতা ১৮ বছর বয়সী ওলিভার ডেমেন সবচেয়ে কমবয়সী হিসেবে মহাকাশ ভ্রমণে যাবেন। খবর এনগ্যাজেট। তারই সঙ্গী হিসেবে মহাকাশে যাবেন সবচেয়ে বৃদ্ধ যাত্রী ওয়ালি ফাঙ্ক, যার বয়স ৮২ বছর। এটিও ইতিহাসে বহুদিন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করছেন অনেকেই। আগামী ২০ জুলাই ফ্লাইটটি অনুষ্ঠিত হতে পারে। যদিও নিলাম জয়ী এখনও নিজেকে গোপন রাখতে চান। শিডিউল জটিলতার কারণে তিনি পরবর্তীতে ব্লু অরিজিনের ট্রিপে অংশ নেবেন। তবে মহাকাশ ভ্রমণের জন্য ডেমেন কতো অর্থ পরিশোধ করেছেন সেটি জানা যায়নি, এটা নিশ্চিত যে সেটির পরিমান কম নয়। ওলিভারের পিতা জোয়েস ডেমেন একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা। ধারণা করা হচ্ছে তাকে নিলামে ২৮ মিলিয়ন ডলার পরিশোধ করতে হচ্ছে না। তবে সেটির কাছাকাছি অঙ্কের হতে পারে। ডিবিটেক/বিএমটি